ললিতপুর: মৃত সদ্যজাতর মাথা খাচ্ছে কুকুর। ভয়াবহ দ্ররুশ্য দেখা গেল যোগীর উত্তরপ্রদেশে। হাসপাতালের ভূমিকা এবং যোগী সরকারের গাফিলতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুর মেডিক্যাল কলেজে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
উত্তরপ্রদেশের ললতিপুরে মৃত সদ্যজাতর মাথা খাচ্ছে কুকুর! এমনও দৃশ্য দেখতে হবে তা কল্পনাতীত। যোগী রাজ্যের এহেন পরিস্থিতিতে বিভিন্ন মহলে বিতর্ক তুঙ্গে। জানা যায়, ৯ ফেব্রুয়ারি দুপুরে ললিতপুর মেডিকেল কলেজের জেলা মহিলা হাসপাতালে শিশুটির জন্ম হয়। শিশুটির ওজন কম এবং অসুস্থতার কারণে তাকে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। এরপর, মঙ্গলবার মৃত্যু হয় ওই নবজাতকের।

এদিন ললিতপুর মেডিক্যাল কলেজে কুকুর শিশুটিকে ছিঁড়ে ফেলছে, এমন বিরক্তিকর দৃশ্য দেখা যায়। যতক্ষণে মানুষ কুকুর তাড়াতে পারত, ততক্ষণে তারা শিশুটির মাথা খেয়ে ফেলেছে। এই ঘটনা নিয়ে শোরগোল পড়তেই হাসপাতাল প্রশাসন দায়িত্ব এড়িয়ে শিশুটির পরিবারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে।
এ নিয়ে হাসপাতালের ভূমিকা প্রশ্নের মুখে পড়লেও কর্তৃপক্ষ কিন্তু অন্য সুর তুলেছে। গাফিলতির দায় এড়িয়ে শিশুটির পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে হাসপাতাল। তাতেও যোগী প্রশাসন এবং হাসপাতালের ভূমিকা নিয়ে বিতর্ক তুঙ্গে। এহেন মর্মান্তিক দৃশ্য যে আদতে প্রশাসনের ব্যর্থতার প্রতিচ্ছবি তা আর বলার অপেক্ষা রাখে না।
শুধু তাই নয়, এই প্রথম এইরকম ঘটনা নিয়ে হাসপাতালে তদন্ত চলছে এমনটা একেবারেই নয়। অতীতেও বহুবার এমন অবহেলার অভিযোগ উঠেছে। কিন্তু তাতেও হেলদোল নেই যোগী প্রশাসনের।