প্রয়াগরাজ: মহাকুম্ভ নিয়ে বারবার বিপত্তির ঘটনা সামনে আসছে। পুণ্যস্নান করতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে ভক্তদের। এবার মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার ২ বাসিন্দার। পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেগঙ্গার তৃণমূল নেতার স্ত্রী ও তাঁর এক আত্মীয়। ঘটনায় আহত তৃণমূল নেতা-সহ ৮ জন।
গাড়ি ভাড়া করে মহাকুম্ভে যাত্রা শুরু করেন তৃণমূল নেতা ঊজ্জ্বল দাস, তাঁর স্ত্রী জিতু দাসরা। পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলেন তাঁরা। বুধবার ভোরে বিহারের সাসারামের কাছে দুর্ঘটনার মুখে পড়ে তাঁদের গাড়ি। ভোররাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে তাঁদের গাড়ির।

এই ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল নেতার স্ত্রী জিতু দাস ও আত্মীয় লক্ষ্মী চক্রবর্তীর। ঊজ্জ্বল ও রঞ্জন দাস-সহ বাকিরা আহত হয়েছেন। এই দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে দেগঙ্গায়।