প্রয়াগরাজ: মহাকুম্ভ নিয়ে রেলের চরম অব্যবস্থার কথা বারবার চর্চার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবার রেলের কামরা থেকেই জিনিসপত্র উধাও হওয়ার অভিযোগ উঠছে ট্রেনের মধ্যেই। কিন্তু এই অভিযোগেও নড়েচড়ে বসেছে না রেল। ট্রেনের মধ্যেই চরম হেনস্তার সম্মুখীন হলেন বাংলার নাট্যকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে রেলের বিরুদ্ধে উঠছে অভিযোগ।
জানা গিয়েছে, দমদমের ‘বিশ্বরূপম’ দলের অভিনেতারা ভোপাল থেকে শিপ্রা এক্সপ্রেসে ফিরছিলেন। রিজার্ভ করা সিট থেকে তাদের টেনে নামিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের আমন্ত্রণে সাড়া দিয়ে এই নাট্যদল গিয়েছিল মধ্যপ্রদেশের ভোপালে। সেখান থেকে ফেরার সময় পাথুরিয়া স্টেশনে হেনস্তার শিকার হতে হয় বলে জানিয়েছেন নাট্যকর্মীরা। নাট্যকর্মীরা জানাচ্ছেন, এসি কামরার ভিতরে ঢুকে পড়েছিল দুষ্কৃতীরা। তাদের হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, ল্যাপটপ-সহ বেশ কয়েকটি ব্যাগ উধাও হয়ে যায়।
তাঁরা অভিযোগ করেছেন, আচমকা ট্রেনে উঠে পড়ে একদল লোক। ওই দুষ্কৃতীরা কামরা দখল করার চেষ্টা করে। বাধা দিতে গেলে মারধর করা হয়, এমনকী ট্রেনের মধ্যে মহিলাদের হাত ধরে রীতিমতো টানাটানি করা হয় বলেও অভিযোগ উঠেছে। সাহায্যের জন্য আরপিএফ-কে ডাকলেও কোনও লাভ হয়নি। তাঁদের দাবি, ভয় পেয়ে রেলে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁরা। টুইট করেছিলেন, ফোনও করেছিলেন, কিন্তু কোনও সাহায্য তাঁরা পাননি। বরং সমঝোতা করার কথা বলে ফোন ছেড়ে দেওয়া হয়। কোনওক্রমে শেষে হাওড়ায় পৌঁছেছেন ওই নাট্যকর্মীরা।
উল্লেখ্য, গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। ব্রাত্য বসু থেকে কুণাল ঘোষ সকলেই নিন্দা করেছেন ঘটনার। ফের রেলের অব্যবস্থা নিয়েও ফের কাঠগড়ায় কেন্দ্র। বাজেটে বরাদ্দ টাকা আদতে বাস্তবায়নে কোনো কাজেই কি লাগছে না? বারবার ট্রেন দুর্ঘটনা, এবার যাত্রীদের নিরাপত্তা, স৯ব নিয়েই কাঠগড়ায় ভারতীয় রেল।