কলকাতা: আর জি কর কাণ্ড নিয়ে ধরনা কর্মসূচি চালান জুনিয়র চিকিৎসকরা। বিভিন্ন জায়গা থেকে অর্থ নিয়ে ধরনা মঞ্চ তথা আনুসঙ্গিক খরচ করা হয় সেখানে। এবার সেই ফান্ডেই দুর্নীতির অভিযোগ। এবার এই দুর্নীতির জেরে বিধাননগর পুলিশের জেরার মুখোমুখি আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো।
আর জি করের ঘটনার পরে আন্দোলন চলতে থাকে জুনিয়র চিকিৎসকদের। বিধাননগরের করুণাময়ীতে রাজ্য স্বাস্থ্য দফতরের সামনে চলে আন্দোলন। বাঁধা হয় মঞ্চ। সেখানে বিভিন্ন জায়গা থেকে টাকা এসেছিল বলে জানা যায়। সেই অর্থই তছরুপ করার অভিযোগ সামনে এসেছে। বিধাননগরের সাইবার ক্রাইম থানায় রাজু ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই অনিকেত মাহাতো-সহ একাধিক জুনিয়র চিকিৎসককে তলব করা হয়।
শনিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে ডেকে পাঠানো হয়েছিল তাঁদের। শশরীরে না আসতে পারলে ভিডিও কনফারেন্সেও জেরা সম্ভব। এই বার্তাও দেওয়া হয়। অনিকেত মাহাতো ভিডিও মারফত জেরার সম্মুখীন হলেও অন্যরা জেরার মুখোমুখি হননি। আগামীতে এই তদন্ত কোনদিকে মোড় নেয় তা নিয়েই চলছে জোর চর্চা।