মার্কিন মুলুক থেকে ভারতীয় অভিবাসীদের দেশে পাঠানো প্রসঙ্গে এবার শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্র ও অসম সরকার।
ট্রাম্প পারলে মোদী কেন পারছেন না? বিদেশি বলে চিহ্নিত করা সত্বেও কেন তাদের দেশে ফেরত পাঠানো যাচ্ছে না? কী করছে কেন্দ্র? অসমের ৬৩জন বাংলাদেশি নাগরিককে প্রত্যার্পণ মামলায় সুপ্রিম কোর্ট জানতে চায়, ট্রাম্প যদি ভারতীয় অবৈধঅভিবাসীদের প্লেনে তুলে দেশে ফেরত পাঠাতে পারেন, তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কড়া পদক্ষেপে অসুবিধাটা কোথায়? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।
ইতিমধ্যেই ৪৮৭ জনকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া আমেরিকা শুরু করেছে বলে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। তবে প্রকৃত সংখ্যা নিয়ে সংশয় রয়েছে। প্রথম দফায় যে ১০৪ জনকে ফেরানো হয়েছে তাঁরা এই ৪৮৭ জনের মধ্যে রয়েছেন কি না, তা স্পষ্ট নয় এখনও।