আভ্যন্তরীণ কোন্দল ক্রমশই মাথাচাড়া দিচ্ছে বঙ্গ বিজেপির অন্দরে। কার্যত নিত্যদিন প্রকাশ্যে আসছে একের পর এক ঘটনা। সম্প্রতি বিজেপির সাংগঠনিক কমিটি গঠন প্রক্রিয়া এবং নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে বিজেপি সভাপতি নিজের ইচ্ছেমতো পদাধিকারী নিয়োগ করছেন। কারচুপি করা হচ্ছে। এই অভিযোগে শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির ঘরে তালা ঝুলিয়ে দিলেন কর্মীদের একাংশ! শুক্রবারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সময় বিজেপি সভাপতি মোহন আদক নিজের অফিস ঘরে ছিলেন না। তাঁর ঘরে তালা দেওয়া ছিল। সেই তালার উপরেই তালা ঝুলিয়ে দেন কিছু কর্মীরা।
প্রসঙ্গত, এদিন কর্মীরা কেএম শা স্ট্রিটের দলীয় অফিসের সামনে পতাকা নিয়ে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। যা নিয়ে এলাকা সরগরম হয়ে ওঠে। বিক্ষোভকারী সুমিতা পাত্র, অসীম সাহা বলেন, “পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। নির্বাচনে কারচুপি করে কমিটি তৈরি করছেন জেলা সভাপতি। দলের কমিটি গঠন করা হচ্ছে অথচ সদ্য লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থীকেই রাখা হয়নি। একজন অযোগ্য সভাপতি নিজের অযোগ্য মোসাহেবদের নিয়ে কমিটি গড়ছেন।” এ নিয়ে মোহন আদক জানান, নির্বাচন প্রক্রিয়ায় সভাপতির কোনও ভূমিকা নেই।