মোদী সরকারের তৃতীয় মেয়াদে সদ্য বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমণ। ২০২৫-২৬ অর্থবর্ষের পেশ করা বাজেটে মৎস্যজীবীদের জন্যও বিশেষ কিছু সুবিধার কঠা ঘোষণা করা হয়েছে। সামুদ্রিক মাছ ও মৎস্যজাত খাদ্যসামগ্রীর উৎপাদন শুল্ক হ্রাসের ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু তাতেও খুশি হচ্ছেন না মৎস্যজীবীরা।
সম্প্রতি কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে একটি বৈঠক সংঘটিত হয়। ওই বৈঠকে ছিলেন পূর্ব মেদিনীপুরের ২০টি ব্লকের মৎস্যজীবীরা। মৎস্য–বিক্রেতা থেকে শুরু করে ভেন্ডাররাও ছিলেন। গত মঙ্গলবার এই বৈঠক হয়। সেখানেই মৎস্যজীবীরা জানান, বাজেটের ঘোষণা বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
তাঁরা অভিযোগ তুলেছেন, বাজেটের ঘোষণা হলেও তার সুযোগ সুবিধা আদতে কিছুই পাওয়া যায় না। পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের সম্পাদক দেবাশিস শ্যামল বলেন, ‘পূর্ব মেদিনীপুরের মৎস্য উৎপাদন সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। তবু এতদিন পর্যন্ত কেন্দ্র সরকার মৎস্যজীবীদের বিষয়ে উদাসীন ছিল। এ বার বাজেটে মৎস্যজীবী ও মৎস্য ক্ষেত্রের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে’। এই মর্মে তিনি আরও বলেন, ‘যদি এই সুবিধাগুলি আমরা না পাই তা হলে আমরা বড় আন্দোলনে নামব।’