এবার রাজ্যের মৎস্যক্ষেত্রের উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। এই মেগা ইভেন্টের প্রথম দিনই পূর্ব মেদিনীপুরের মৎস্যক্ষেত্রে বিপুল বিনিয়োগের সুসংবাদ এল। মোট ১২৬ কোটি ৩৬ লক্ষ টাকার বিনিয়োগ হতে চলেছে। মিষ্টি জল, নোনা জলের পাশাপাশি সামুদ্রিক ক্ষেত্রে এই প্রথম এত বিপুল পরিমাণ টাকা পূর্ব মেদিনীপুরে। আরও বেশি পরিমাণ মাছ উৎপাদনের পাশাপাশি তৈরি হচ্ছে বহু কর্মসংস্থানের সুযোগ। বাংলার দক্ষিণাংশে বঙ্গোপসাগরের তীরে ১৫৮ কিলোমিটার বিস্তৃত উপকূল অঞ্চল রয়েছে, যার ৬৫ কিলোমিটার পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত। এখানে হলদি, হুগলি, রসুলপুর নদী মোহনা-সহ সাগরপাড়ের মৎস্যজীবী এবং কৃষকরা মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় মৎস্যজীবীরা নদী এবং সমুদ্রে মাছ ধরেন, এবং এটি জেলার ৪ লক্ষ মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ দেয়।
উল্লেখ্য, প্রতিবছর ৪,৩০,০০০ মেট্রিক টন মাছ উৎপাদিত হয় এই অঞ্চলে। এবার, নতুন বিনিয়োগের ফলে আরও উন্নতি হবে। নতুন প্রযুক্তির সাহায্যে মৎস্যচাষ বাড়ানোর সুযোগ তৈরি হবে। “দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত আছি। সেই ব্যবসার সমৃদ্ধি ঘটাতে নতুন করে ৪০ কোটি টাকা বিনিয়োগ করছি। এলাকার মাছচাষের কথা ভেবে মাছের খাদ্য সরবরাহ এবং ওষুধের ব্যবসা করব। সরকারের থেকে ভরতুকির পাশাপাশি স্বল্পমূল্যে বিদ্যুৎ পাওয়ার আবেদন রাখছি”, জানিয়েছেন ভূপতিনগর থানার মাধাখালির প্রবীরকুমার ভুঁইয়া।
