কলকাতা: ৫ ফেব্রুয়ারিতে শুরু হওয়া বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন রাজ্যের জন্য এনেছে সুখবর। এর মধ্যে অন্যতম শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা। নিজেদের জমিতে ৮০০ মেগাওয়াট বিদ্যুrৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুaৎ কেন্দ্র গড়ার ঘোষণা করেছেন সজ্জন জিন্দাল। শালবনিতে এই তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরিতে খুশি সেখানকার বাসিন্দারা।
জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘোষণা করার পরেই নতুন আশা দেখছেন শালবনির বাসিন্দারা। এই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে ১৬ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলেও জানানো হয়েছে। জমিদাতা থেকে শুরু করে বাসিন্দারা সকলেই বেজায় খুশু। এমনকি নতুন কর্মসংস্থানের আশায় বেকারত্ব সমস্যাও ঘুচবে অনেকখানি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এই প্রসঙ্গে শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ বলেন, শালবনিতে বিদ্যুাৎ কারখানা হলে এলাকার অর্থনীতি পালটে যাবে। সুযোগ বাড়বে কর্মসংস্থানের।

প্রসঙ্গত, বাম জমানায় ২০০৭ সালে শালবনিতে প্রায় সাড়ে ৪০০০ একর জমি জিন্দালদের দেওয়া হয়। যার মধ্যে ৮৯৪ টি পরিবারের হাতে সাড়ে ৪০০ একর জমির মালিকানাধীন সত্ত্ব ছিল। সএরপর ২০০৮ সালের ২ নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং ৩ বছরের মধ্যে ইস্পাত কারখানার উৎপাদন শুরুর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আর গড়ে ওঠেনি। এবার জিন্দাল গোষ্ঠীর এই ঘোষণার পরে তা নিয়েই আশার আলো দেখছেন স্থানীয়রা। আগামীতে এই জট কেটে শালবনিতে কর্মসংস্থান বাড়বে বলেও আশাবাদী শালবনির বাসিন্দারা।