ক্ষমতায় আসার পর থেকেই দেশের আমজনতার নিত্যপ্রয়োজনীয় বিষয়ের সঙ্গে জড়িত বহু গুরুত্বপূর্ণ এবং অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হয়েছে মোদী সরকার। কিন্তু কখনোই মেলেনি কোনও সদুত্তর। বিগত দশ বছরে বিভিন্ন সংসদীয় অধিবেশনে এ নিয়ে বারবার অভিযোগ করেছে বিরোধী শিবির। এবার ফের ফুটে উঠল সেই চিত্র। সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে ঢোঁক গিলল কেন্দ্র।
প্রসঙ্গত, অতিক্ষুদ্র-ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের ক্ষেত্রে রাজ্যভিত্তিক সুনির্দিষ্ট তথ্য এবং পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের কাছে আছে কি না, লোকসভায় তা জানতে চেয়েছিলেন অভিষেক। এই উদ্যোগের বিকাশে ঋণদানের সংখ্যা কত, বন্ধক এবং বন্ধক ছাড়া ঋণদানের অঙ্ক গত ৫ বছরে ঠিক কত, সেটাই ছিল অভিষেকের জিজ্ঞাস্য? কিন্তু যথারীতি এর কোনও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি কেন্দ্রের এমএসএমই দফতরের প্রতিমন্ত্রী সুশ্রীশোভা করন্দলাজে। এক্সটেন্ডেড ক্রেডিট লাইন গ্যারান্টির প্রশ্নেও কেন্দ্রের ভূমিকায় ধরা পড়েছে অস্বচ্ছতা।
