বীরভূম: বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন থেকে গতকালই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মমতা। বৃহস্পতিবার থেকেই দেউচা-পাঁচামিতে খননকাজ শুরুর কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল বলেই জানা যাচ্ছিল গতকাল। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশমতোই বীরভূমের দেউচা-পাঁচামিতে শুরু হুল কাজ।
রাজ্যের শিল্পের উন্নয়নের তালিকায় যোগ হল দেউচা-পাঁচামি। বৃহস্পতিবার দুপুরে জেলাশাসক, পুলিশ সুপারের উপস্থিতিতে হয়ে গেল ভিতপুজো। জেলাশাসক জানালেন, পরিকাঠামো একেবারে প্রস্তুত। ব্যাসল্ট, ব্ল্যাকস্টোন উত্তোলন করতে পারবেন এলাকাবাসী। জন্য কাজের সুযোগ মিলবে সাধারণ মানুষদের।
মুখ্যমন্ত্রী বুধবার জানিয়েছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কলয়লাখনি দেউচা-পাঁচামি। এই কয়লাখনির কারণে আগামী ১০০ বছরেও বিদ্যুতের কোনও সমস্যা হবে না। ২১০ কোটি ২০ লক্ষ টন কয়লা মজুত রয়েছে। মজুত থাকা কয়লার নিরিখে দেউচা-পাঁচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এশিয়া ও ভারতের নিরিখে তা বৃহত্তম খনি। এরপরেই মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে খননের কাজ শুরুর নির্দেশ দেন। তাঁর কথামতোই এদিন কাজ শুরু হল।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার পরেই দেউচা-পাঁচামি নিয়ে আশাবাদী বলেও ইঙ্গিত দেন। এই কয়লাখনি লক্ষ লক্ষ মানুষের কাজের সন্ধান দেবে। শুধু তাই নয়, এই খনির সম্প্রসারণের অনুসারী হয়ে তৈরি হবে নতুন শিল্প। ফলে বীরভূমের বুকে মানুষের কর্মসংস্থান বাড়বে তো নিশ্চয়ই এমনকী বাংলার উন্নয়নেও আলোর দিশা দেখাবে।