চব্বিশের লোকসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই ফের ‘শনির দশা’ শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। লেগেই রয়েছে আভ্যন্তরীণ কোন্দল। একের পর এক কর্মীরা দল ছাড়তে শুরু করেছেন। ক্রমশ দুর্বল হচ্ছে সংগঠন। পাশাপাশি বিজেপির থেকে ক্রমশ মুখ ফেরাচ্ছেন সাধারণ মানুষ। আস্থা হারাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বও। এর মধ্যেই প্রকাশ্যে এল নতুন খবর। বিজেপির সর্বস্তরের নির্বাচন বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যে বুথ, মণ্ডল এবং জেলা স্তরে যে সংগঠন পর্ব চলছে, তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র। এই সিদ্ধান্তের কথা বুধবার রাতেই জানানো হয়েছে রাজ্য নেতৃত্বকে। এমনকী, এখনও পর্যন্ত যে যে জায়গায় নির্বাচন হয়ে গিয়েছে, সেগুলিও বাতিল করা হবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা ছিল যে দলের অভ্যন্তরীণ নির্বাচন স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে। সেখানেই বিভিন্ন জেলা থেকে অস্বচ্ছতার অভিযোগ এসেছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। ঘটনায় স্বাভাবিকভাবেই গভীর সংকটের মুখোমুখি বিজেপির রাজ্য নেতৃত্ব। কারণ এইভাবে নির্দেশ দিয়ে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া রাজনীতির আঙিনায় বিরল ঘটনা। এর আগে এরকম ঘটনা বঙ্গ বিজেপির ক্ষেত্রে ঘটেনি। এতে রাজ্য বিজেপি নেতৃত্বের প্রতি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের অনাস্থার বিষয়টি অনেকটাই প্রকট হল বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।