নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক উন্নতি সাধন নিয়ে এমনিতেই বাড়ছে উদ্বেগ। এর মধ্যে তৃতীয় মেয়াদের মোদী সরকারের পেশ করা বাজেটের পরে অর্থনীত নিয়ে চিন্তা আরও বাড়ছে। কেন্দ্রের বাজেটে বহুল চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বিদেশী বিনিয়োগের বিষয়টি। দেশে বিদেশী বিনিয়োগ কমে গিয়েছে, বাইরের দেশ থেকে এদেশে বিনিয়োগ কমলে দেশের অবস্থা বেহাল হতে পারে তা টের পেয়েছে কেন্দ্র। এবার বিমাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট(FDI) বাড়িয়ে ১০০ শতাংশ করা হয়েছে। যাতে বাইরের দেশ থেকে বিনিয়োগ এ দেশে প্রবেশ করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হল, বৃহত্তর অর্থনৈতিক পটভূমিতে এই সিদ্ধান্তের ফলে কি দেশের উন্নতি সম্ভব?
বিশেষজ্ঞদের মতে, দেশের অবস্থা এমনই পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে কেন্দ্র নিজেই দুর্বল অর্থনৈতিক অবস্থার কথা প্রকাশ্যে আনতে শুরু করেছে। অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুসারে, চাকুরিজীবি এবং স্বনিযুক্ত মানুষের প্রকৃত মজুরি ২০১৭-১৮-সালের স্তরে পৌঁছে গিয়েছে। অর্থাৎ এই সমীক্ষা বলছে, ২০২৩-২০২৪ সালে মানুষ যে আয় করছে তা ২০১৭-১৮ সালের সমান। কিন্তু কর্পোরেট লাভের দিকে চোখ রাখলে দেখা যাবে ১৫ বছরের সমান বৃদ্ধি ঘটেছে ২০২৪ সালে। কিন্তু আমজনতার যে মজুরি বাঁ পারিশ্রমিক সেই ৫-৬ বছর আগেই আটকে রয়েছে। সরকারি সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ২০২৪ সালে কর্পোরেট লাভের পরিমাণ ২২.৩ শতাংশ বেড়েছে, আর সেখানে প্রকৃত মজুরির ক্ষেত্রে উন্নতি হয়েছে ১.৫ শতাংশের।
আবার জিডিপির দিকে নজর দিলে দেখা যাচ্ছে, NSO এর ডেটা অনুসারে ৬.৪ শতাংশতে দাঁড়িয়ে জিডিপি। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আমাদের দেশের দুর্বল শিল্পায়ন এবং বিনিয়োগ হচ্ছে না বলেই GDP-র এই দুর্দশা। যেখানে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট অনুসারে, ‘এফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট’-এর ওপর জোর দেওয়া প্রয়োজন, সেখানে কেন্দ্রীয় সরকার মানতে নারাজ যে, দেশের অভ্যন্তরে অর্থনৈতিক অবস্থা বেহাল। প্রায় এক দশকের জন্য ৮ শতাংশ উন্নতিকে লক্ষ্য করে চলতে হবে ভারতকে কিন্তু এখনও ৬ শতাংশের ওপর জিডিপি আনতেই হিমশিম খাচ্ছে কেন্দ্র। অন্যদিকে রুপির মানও পড়ে গিয়েছে, আয়ের খেত্রেও অসমতা ১৯৫০ সালের স্তরে পৌঁছে গিয়েছে বলেও তথ্য প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, শেয়ার বাজারের অবস্থাও উদ্বেগ বাড়াচ্ছে নাগরিকদের।
দেশের এহেন বেহাল অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন আনতে অর্থনীতিতে ফোকাসই নেই কেন্দ্রের। এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। জিডিপির চেহারা, রুপির বেহাল অবস্থা, বেকারত্ব, ধনী-গরিবের অসমতার মাঝে বিদেশি বিনিয়োগ নিয়ে মাথা ব্যথা করেও তাই দেশের অর্থনৈতিক উন্নতি সাধন সম্ভব নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।