প্রবল ব্যস্ততার ফাঁকেও কাগজ-কলম নিয়ে সময় কাটাতে ভালবাসেন তিনি। লেখেন কবিতা, গান। ইতিমধ্যেই ১৫০ ছাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রচিত গানের সংখ্যা। নানান উৎসবের আবহে বারবারই গান লিখেছেন তিনি। এবার বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নেও কলম ধরলেন মুখ্যমন্ত্রী। লিখলেন, সুর করলেন। গানটি গাইলেন সঙ্গীতশিল্লী-বিধায়ক অদিতি মুন্সি।
আজ বসন্ত পঞ্চমীতে/ যৌবন এসো নতুন স্রোতে/ ভেঙে ফেলো বাধাবিঘ্ন/ হতাশাকে করো ছিন্ন — বসন্ত পঞ্চমীর আবহে বাগদেবীর আরাধনা মুখ্যমন্ত্রীর কলমে মুখরিত হল এভাবেই। গানের মাধ্যমে সত্যকে সঙ্গে রেখে বিশ্ব জয়ে যুব সম্প্রদায়কে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। গানটি বসন্ত পঞ্চমীতে নিজের সমাজমাধ্যমে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আপামর বাঙালির সঙ্গে বাণী বন্দনার পুণ্যলগ্নটি ভাগ করে নেওয়ার বার্তাও দেন তিনি।
