নয়াদিল্লি: তৃতীয় দফায় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল শনিবার। নির্মলা সীতারমণ ২০২৫-২৬ অর্থিবর্ষের বাজেট পেশ করে বেশ কিছু বড়সড় ঘোষণা করেছেন। তবে তৃতীয় মোদী সরকারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ কী? সেদিকে নজর দিতেই এবার কেন্দ্রকে তোপ দাগলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে এবার ক্ষোভ প্রকাশ অভিষেকের।
আসন্ন বিহারের নির্বাচন। বাজেটে তাই বিহারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এমনই মন্তব্য করে সুর চড়া করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও শুক্রবার কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনার সময়েই তিনি জানান, বাজেট নিয়ে খুব বেশি আশাবাদী নন তিনি। এবার বাজেট পেশের পরে সেই সুরই চড়া করে কেন্দ্রকে একহাত নিলেন অভিষেক।
বাজেট পেশের পরেই এদিন তিনি জানিয়েছেন, ‘বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলা বঞ্চিত, আগেও ছিল, এবারের বাজেটেও ফের তা প্রমাণিত’। শুধু তাই নয় তিনি মোদী সরকারকে কড়া আক্রমণ করে বলেন, ‘ বাংলা থেকে ১৮ টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির ১২ সাংসদ, তারপরেও বাংলাকে কিছু দেওয়া হল না। এরপরেও ওই সাংসদরা কোনও প্রতিবাদ করবে না’।
এই মর্মেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানান, ‘এ বছর যেহেতু বিহারের নির্বাচন রয়েছে তাই বিহারের জন্য সবকিছু করা হয়েছে। এরা তো নির্বাচনকে মাথায় রেখে বাজেট পেশ করে। সাধারণ, গরিব মানুষের জন্য কিছু করে না’। বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ফের বাংলাকে বঞ্চিত রাখার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।