আগামী ফেব্রুয়ারির ১০ তারিখ রাজ্য বিধানসভায় আরম্ভ হতে চলেছে বাজেট অধিবেশন। সূত্র অনুযায়ী, রাজ্যপালের ভাষণ দিয়েই এবার শুরু হবে অধিবেশন। তার আগেই রাজ্য বিধানসভার নওশার আলি কক্ষে বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি। এটাই এবছরের প্রথম বৈঠক মমতার। ফলে বিধায়কদের কর্তব্য, শৃঙ্খলা ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সেদিনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, পরের বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। যাকে পাখির চোখ করেই চলতি বছরের শুরু থেকেই সাংগঠনিক স্তরে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল।
আগামী বিধনাসভা নির্বাচনের প্রাক্কালে জনসংযোগের ক্ষেত্রে দলের বিধায়কদের কী কী করতে হবে, তারও নির্দেশ দেবেন তৃণমূল নেত্রী। বিধানসভার অধিবেশনে তৃণমূল বিধায়কদের সার্বিক উপস্থিতি, বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার উপর বার্তা দেবেন মমতা। বিধানসভার অধিবেশন ব্যতীত বাকি দিনগুলিতে এলাকায় থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ককে আরও নিবিড়তর করে তোলার ব্যাপারে দলীয় বিধায়কদের নেত্রী বার্তা দেবেন বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।
