ফের আদালতের চরম ভর্ৎসনার কবলে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি কর কাণ্ড নিয়ে সন্দীপ ঘোষের মামলায় আলিপুর আদালতে তিরস্কৃত হল সিবিআই। এমনকী শো-কজ পর্যন্ত করা হয়েছে। সন্দীপ ঘোষের মামলায় রাজ্যের অনুমোদন পেয়েছে সিবিআই। সেই কথা আগেই জানাতে হত ট্রায়াল কোর্টকে। কিন্তু তা না করে কলকাতা হাইকোর্টকে অনুমোদনের কথা জানিয়েছে তদন্তকারী সংস্থা।
আর এতেই অসন্তোষ প্রকাশ করেছেন আলিপুর আদালতের বিচারক। বিশেষ আদালতের বিচারকের বক্তব্য, এই অনুমোদনের জন্য চার্জগঠন প্রক্রিয়া আটকে আছে। তাই আগে এই অনুমোদনের কথা ট্রায়াল কোর্টে জানানো উচিত ছিল। আদালত ৭ দিনের মধ্যে সন্দীপদের বিরুদ্ধে চার্জগঠনের নির্দেশ দেয়। বৃহস্পতিবার এই সংক্রান্ত শুনানি ছিল আলিপুর আদালতে।
