বুধবার মুম্বইয়ে নিজের বাড়ির ভেতরেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সইফ আলি খান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হয়েছে অস্ত্রোপচার। ঘটনার পর আজ সোশ্যাল মিডিয়ায় সইফের দ্রুত আরোগ্য কামনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাণের ঝুঁকি আছে বলি অভিনেতা শাহরুখ খানেরও। সব রাজ্যেরই আলাদা আলাদা সমস্যা আছে। আমি বলব, এমন ঘটনার ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।” সইফ আলি খানের মা অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বহুদিনের। এই সময়ে তাদের পুরো পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরো তৎপর হওয়ার আবেদন জানান মমতা।
এদিন সইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। “বিখ্যাত অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। আমি বিশ্বাস করি আইন তার সঠিক গতিপথ গ্রহণ করবে এবং এই ঘটনার নেপথ্যে যারা আছে তারা দোষী সাব্যস্ত হবে। এই কঠিন সময়ে শর্মিলা দি, করিনা কাপুর এবং তাঁদের পুরো পরিবারের পাশে আছি”, লেখেন তিনি।