ফের লজ্জায় মুখ পুড়ল মোদীর সাধের ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলির। খোদ কেন্দ্রীয় রিপোর্টেই জানা গেল, কেন্দ্রের নির্দেশিকা না মানার প্রবণতা বেশি বিজেপিশাসিত সরকারের মধ্যেই! বাংলা-সহ বিরোধীদের রাজ্যগুলি সর্বক্ষেত্রেই টেক্কা দিচ্ছে বিজেপিকে। সম্প্রতি কেন্দ্রের পেশ করা শিক্ষা মন্ত্রকের একটি রিপোর্টে দেখা যাচ্ছে, বিজেপিশাসিত রাজ্যের স্কুলগুলিতেই তৈরি হয়নি নিউটিশন গার্ডেন। সারা দেশে পাঁচ বছর পরেও ৬১ শতাংশ স্কুলে নিউট্রিশন গার্ডেন নেই। পাঁচ বছর আগে কেন্দ্রীয় সরকার নির্দেশ জারি করেছিল, সমস্ত স্কুলে তৈরি করতে হবে নিউটিশন গার্ডেন। সেই গার্ডেনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই ফলাবে ফসল। নিজেরাই উৎপাদন করবে পুষ্টিকর শস্য ও সবজি। সেই সবজি ও শস্যই ব্যবহার করা হবে স্কুলেরই মিড-ডে মিলে। এই মর্মে রাজ্যগুলির জন্য কেন্দ্রের কেন্দ্র সরকার যে গাইডলাইন জারি করেছিল, তা একেবারেই মানেনি বিজেপির রাজ্যগুলি।
পাশাপাশি, উক্ত রিপোর্ট অনুযায়ী পরিকল্পনা রূপায়ণে সবথেকে খারাপ অবস্থা অধিকাংশ ‘ডবল ইঞ্জিন’ রাজ্যের। বিজেপির রাজ্যগুলিতে অর্ধেকেরও বেশি স্কুলে নিউট্রিশন গার্ডেন বা কিচেন গার্ডেন তৈরিই হয়নি। ২০২৩-’২৪ আর্থিক বছরের রিপোর্ট বলছে, রাজস্থানের ৯২ শতাংশ স্কুলে তৈরি হয়নি স্কুল নিউট্রিশন গার্ডেন। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা ও মহারাষ্ট্রে ৭০ শতাংশের বেশি স্কুলেও নিউটিশন গার্ডেন নেই। মধ্যপ্রদেশেও ৪০ হাজার স্কুলে গড়ে ওঠেনি নিউটিশন গার্ডেন। অথচ তৃণমূল কংগ্রেস শাসিত বাংলায় ৩০ হাজার ৮৭৫টি স্কুলে নিউট্রিশন গার্ডেন তৈরি করা হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রকের রিপোর্টেই উঠে এসেছে এই তথ্য। সারা দেশে ১০ লক্ষ ৬৭ হাজার ৪৮৮টি স্কুল রয়েছে। তার মধ্যে সাড়ে ছ’লক্ষেরও বেশি স্কুলে নেই এসএনজি বা স্কুল নিউট্রিশন গার্ডেন।