IRCTC ফের নতুন বিতর্কের মুখে। আরও একবার দানা বাঁধল যাত্রী-অসন্তোষ। এবার থেকে ট্রেন দেরি করলেও একটি টাকাও ক্ষতিপূরণ পাবেন না যাত্রীরা! এমনটাই সাফ জানিয়ে দিল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ আইআরসিটিসি। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পাঁচ বছর আগেই ব্যক্তিগত ট্রেনগুলিতে দেরি হলে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি আরটিআই আইনের অধীনে একটি আবেদনের জবাবে এমন তথ্য পাওয়া গেছে। আইআরসিটিসি মূলত ক্যাটারিং পরিষেবা থেকে যাত্রা শুরু করলেও এখন পরিস্থিতি সে জায়গায় থেমে নেই। বর্তমানে টিকিট বুকিং থেকে শুরু করে ব্যক্তিগত ট্রেনও পরিচালনা করে সংস্থাটি।
Read More:সরকারি কাজের অগ্রগতির তথ্য যাচাই করতে পদক্ষেপ নবান্নের – ৮ জন অফিসারের দল গড়ল রাজ্য অর্থ দফতর
এপ্রসঙ্গে আইআরসিটিসি জানিয়েছে, এই স্কিমে ২০১৯ সালের গত ৪ অক্টোবর থেকে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রীদের ক্ষতিপূরণ হিসাবে ২৬ লাখ টাকা দেওয়া হয়েছিল। শুধুমাত্র ২০২৩-২৪ সালে, যাত্রীদের ১৫.৬৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। আইআরসিটিসি, আরটিআই-এর জবাবে বলেছে, প্রাইভেট ট্রেনগুলি দেরিতে চলার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার প্রকল্পটি চলতি বছরের ফেব্রুয়ারিতেই বন্ধ হয়ে গেছে। এহেন সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই প্রবল অসন্তুষ্ট যাত্রীরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872291502128599525?s=19