One Nation One Election সংসদে বিরোধীদের ক্রমাগত চাপে কোণঠাসা হয়ে পড়েছে মোদী সরকার। আর এবার বিজেপিকে বিপাকে ফেলছে তাদের শরিক দলগুলিও। ‘এক দেশ এক ভোট নীতি’ প্রয়োগে এত তাড়া কীসের, বুধবার বড়দিনের আবহে দিল্লীতে আয়োজিত বৈঠকে এনডিএ শরিক নেতাদের এমন প্রশ্নে প্রবল অস্বস্তিতে পড়েন বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুজনে যত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করুন না কেন, এনডিএ শরিকদের শীর্ষ নেতৃত্ব সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি। এর পরেই ঘোর বিড়ম্বনায় গেরুয়াশিবির। জানুয়ারির ৮ তারিখ নয়াদিল্লীতে এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল পর্যালোচনার জন্য গঠিত জেপিসির প্রথম বৈঠক। তার আগে এনডিএ শরিকদের এক মঞ্চে নিয়ে আসা জরুরি বুঝেই বড়দিনে দিল্লীতে এনডিএ’র বৈঠক ডেকেছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।
প্রসঙ্গত, বুধবার নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে আয়োজিত সেই বৈঠকের পরেই আরও ব্যাকফুটে শাসকশিবির, এমনই দাবি করছে সূত্র। কেন এত তাড়াহুড়ো করা হচ্ছে ‘এক দেশ এক ভোট’ নিয়ে, তার যুৎসই ব্যাখ্যা দিতে ব্যর্থ বিজেপির শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য, বুধবার নয়াদিল্লীতে আয়োজিত এনডিএ শরিকদের বৈঠকে সামনে এসেছে সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের করা বিতর্কিত মন্তব্যর প্রসঙ্গও। এদিনের এনডিএ শরিকদের বৈঠকে টিডিপি, জেডিএস’এর মত দলগুলির তরফে স্পষ্টতই বুঝিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে কেউই সমর্থন করছেন না তাঁরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872226180109365431?s=19