One Nation One Election সংসদের ফের ‘এক দেশ এক ভোট’ বিলের বিরুদ্ধে ঝড় তুলতে চলেছে বিরোধীরা। এই সংক্রান্ত দুটি বিল পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক হবে ৮ জানুয়ারি দিল্লিতে৷ প্রবীণ সাংসদ পি পি চৌধারীর নেতৃত্বাধীন ৩৯ সদস্যের এই জেপিসিকে ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ড বিল ২০২৪ এবং ইউনিয়ন টেরিটরিজ অ্যামেন্ডমেন্ড বিল ২০২৪ পর্যালোচনার জন্য প্রায় সাড়ে তিন মাস সময় দেওয়া হয়েছে৷ এর পরেই সংসদে তাদের রিপোর্ট পেশ করবে জেপিসি৷ এই লক্ষ্যেই তিলমাত্র সময় নষ্ট না করে জেপিসি এবার তাদের প্রথম বৈঠকে মিলিত হবে নতুন বছরের শুরুতেই ৷
Read More: সাফল্যের নতুন নজির গড়ল মমতার বাংলা – দেশের সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত ‘দুয়ারে সরকার’
প্রসঙ্গত, লোকসভার ২৭ এবং রাজ্যসভার ১২ জন সাংসদ মিলিয়ে মোট ৩৯ জন সদস্যের এই জেপিসিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি লোকসভায় দলের মুখ্য সচেতক, বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে৷ অন্যদিকে, কংগ্রেসের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন লোকসভার সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। উল্লেখ্য, ইতিমধ্যেই ‘এক দেশ এক ভোট’ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে বিরোধী শিবির৷ তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে সরাসরি একহাত নিয়েছেন মোদী সরকারকে। একইরকমভাবে কেন্দ্রের উদ্যোগের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস৷ প্রতিবাদ এসেছে সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে’র মতো দলগুলির তরফেও৷
Link: https://x.com/ekhonkhobor18/status/1871568603025441093?s=19