Uttar Pradesh কেটে গিয়েছে বছরের পর বছর। তবুও কাটেনি অন্ধকার। বিজেপিশাসিত উত্তরপ্রদেশ ক্রমশ পরিণত হয়েছে সমাজবিরোধী ও অপরাধীদের মুক্তাঞ্চলে। খুন-ধর্ষণ-রাহাজানি হয়ে উঠেছে প্রায় নিত্যদিনের ঘটনা। নারীসুরক্ষা ও নারীনিরাপত্তার পরিস্থিতি রয়ে গিয়েছে সেই তিমিরে। এবার তৈরি হল আরও এক চরম লজ্জার নজির। প্রকাশ্যে এল শিক্ষাক্ষেত্রের হতশ্রী চিত্র। স্কুলছুটদের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। উল্লেখ্য, এদের মধ্যে অনেকেই আসলে এখনও স্কুলে পড়়ারই সুযোগ পায়নি! স্কুলশিক্ষা থেকে এই শিশুদের একটা বড় অংশ এখনও যোজন দূরে। কিন্তু তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার তেমন কোনও উদ্যোগই নেয়নি যোগী সরকার। যোগীর ‘রামরাজ্য’ যে একেবারে রসাতলগামী, তা প্রমাণ হল আরও একবার। একের পর এক ঘটে চলেছে নাবালিকাদের উপর যৌননির্যাতন। এমনকী তন্ত্রসাধনার নামে শিশুবলির ঘটনাও প্রকাশ্যে এসেছে একাধিকবার।
খোদ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সারা দেশে এই মুহূর্তে স্কুলছুটের সংখ্যা মোট ১১ লক্ষ ৭ হাজারের বেশি। সেখানে শুধুমাত্র উত্তরপ্রদেশ এই সংখ্যাটা ৭ লক্ষ ৮৪ হাজার। অর্থাৎ শিক্ষার গৈরিকীকরণ করতে গিয়ে স্কুলশিক্ষার যে কী সর্বনাশ ডেকে এনেছে বিজেপি, এই তথ্যেই তা পরিষ্কার। সোমবার লোকসভায় এই তথ্য তুলে ধরে দুরবস্থার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্কুলশিক্ষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জয়ন্ত চৌধরী। তিনি জানান, প্রবন্ধ পোর্টালেই পাওয়া যায় সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাম্প্রতিকতম তথ্য। স্কুলছুটের সংখ্যায় দেশের মধ্যে দ্বিতীয়স্থানে ঝাড়খণ্ড এবং তৃতীয় স্থানে বিজেপিশাসিত আসাম। সংখ্যাটা যথাক্রমে ৬৫,০০০ এবং ৬৩,০০০। শিক্ষার আকাশে যা অশনি সংকেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Read More: https://x.com/ekhonkhobor18/status/1866909970782097458?s=19