SSC চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর আনল রাজ্য। এবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে শূন্য পদ পূরণ করতে ওয়েটিং লিস্ট থেকে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি।প্রায় ২৬০০ চাকরিপ্রার্থীকে ১৭ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ডাকা হবে। জানা গিয়েছে, প্রায় ৫২১৭ জন চাকরিপ্রার্থী ওয়েটিং লিস্টে রয়েছেন।
Read More: বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে জোরালো স্বর তৃণমূলের – ৫ ঘণ্টাতেই আন্দোলন প্রত্যাহার করে নিল জিসিপিএ
আগামী ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সেলিং। আবার ২৩ ডিসেম্বরও কাউন্সেলিং হবে।।ইতিমধ্যেই প্যানেলভুক্ত ৮ হাজার ৭৪৯ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং শেষ হয়েছে। এই সংখ্যার মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ২ হাজার ৬৯ জন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1866908093394649487?s=19