Trinamool কয়েক ঘণ্টার মধ্যেই উলটপুরাণ! অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ ডেকে পাঁচ ঘন্টা পরই আন্দোলন তুলে নিল গ্রেটার কোচবিহার। পিপলস অ্যাসোসিয়েশন। জোরাই স্টেশনে এসে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন রেলের আধিকারিকরা। প্রসঙ্গত, রাজ্য ভাগের চক্রান্তের বিরোধিতা করে বংশীবদনের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ করার ডাক দিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন
Read More: ‘ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতাকেই চাই’ – কংগ্রেসকে ফুৎকারে উড়িয়ে স্পষ্ট জানালেন লালু
এদিন আসাম-সংলগ্ন কোচবিহারের জোরাই স্টেশনে হয় রেল অবরোধ।।বংশীবদনের এই আন্দোলনকে তীব্র কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। “রেল লাইনে বসে কেউ এধরনের আন্দোলন করলে অনেক দূর পাল্লার ট্রেন আটকে গিয়ে যাত্রীদের দুর্ভোগ বাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারংবার বলেছেন তারা রাজ্য ভাগের চক্রান্তের বিরুদ্ধে । তারাও কিছুতেই বাংলা ভাগ হতে দেবেন না৷ কারা কি উদ্দেশ্যে এই আন্দোলন করেছে বা এর পেছনে কারও মদত আছে কিনা সেটা সেই সংগঠনের ব্যাপার”, স্পষ্ট জানান তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1866796245458841672?s=19