Technical and Vocational Education ফের নয়া নজির গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এবার কারিগরী এবং বৃত্তিমূলক শিক্ষার আঙিনায় সাফল্যের নতুন মাইলফলক ছুঁল রাজ্য। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, পূর্বতন বাম আমলের তুলনায় কারিগরি শিক্ষা দফতরের বাজেট ২০০ গুণ বেড়ে হয়েছে ১৩৭৯ কোটি টাকা। নতুন নতুন বহু পলিটেকনিক ও আইটিআই তৈরি করা হয়েছে।
রাজ্যের ২০৫টি ব্লকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। আরও ৪১ টি ব্লকে তা তৈরি করার জন্য ইতিমধ্যে জমি চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারের এই প্রচেষ্টায় কারিগরি শিক্ষাক্ষেত্রে নতুন গতি এসেছে বলে জানিয়েছেন ইন্দ্রনীল সেন।
পাশাপাশি তিনি এও বলেন, সারা দেশে প্রথম দশটি আইটিআই-র মধ্যে এ রাজ্যের ছ’টি স্থান পেয়েছে। ১১ জন পলিটেকনিক পড়ুয়া সর্বভারতীয় মেধাতালিকায় স্থান পেয়েছেন। উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে পড়ুয়ারা ক্যাম্পাস থেকেই সরাসরি চাকরি পাচ্ছেন। পুরুলিয়ার বিধায়ক নরহরি মাহাতোর প্রশ্নের জবাবে কারিগরি শিক্ষামন্ত্রী জানান, শুধুমাত্র ওই জেলাতেই ন’টি বেসরকারি আইটিআই কলেজ ও চারটি পলিটেকনিক তৈরি হয়েছে। এছাড়া আরও ১৯টি জায়গায় বিভিন্ন চাকরিমুখী কাজের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে রাজ্য।
Link: https://x.com/ekhonkhobor18/status/1866206971172368879