Chief Minister তড়িঘড়ি এগোল কাজ। মাসকয়েক আগেই ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিপিপি মডেলে বিএমআরসি-র সঙ্গে যৌথ উদ্যোগে সেখানে চালু হল এই পরিষেবা। এই হাসপাতালের উপর নির্ভরশীল চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর ছাড়াও আশপাশের হুগলি, পূর্ব মেদিনীপুরের বহু মানুষ। এতদিন এই হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা ছিল না। ফলত বড়সড় দুর্ঘটনায় জখম রোগী থেকে হার্ট অ্যাটাকের রোগীদের সিটি স্ক্যানের জন্য বেসরকারি ল্যাব বা মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করতে হত।
Read More: কোর্ট-সমবায়-স্কুল নির্বাচনে অব্যাহত সবুজ সুনামি – রাজ্যজুড়ে জয়জয়কার তৃণমূলের
প্রসঙ্গত, সাধারণ মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল যে এখানে ডায়ালিসিস ও সিটিস্ক্যান পরিষেবা চালু হোক। সেই কথা মাথায় রেখে কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই দুই পরিষেবার উদ্বোধন করেন। এর পর ডায়ালিসিস পরিষেবা চালু হলেও থমকে ছিল সিটি স্ক্যান পরিষেবা চালুর কাজ। শুক্রবার সেই পরিষেবা চালু হল। এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশংকর সারেঙ্গী বলেন, “ঘাটালের মানুষের দাবিমতো আগে ডায়ালিসিস এবং এখন সিটি স্ক্যান পরিষেবা চালু হল। বিনামূল্যে এই পরিষেবা দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার।” স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1866064606629855720