Madhya Pradesh মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে বিজেপিশাসিত একাধিক রাজ্য কার্যত হয়ে উঠেছে দুষ্কৃতীদের অবাধ বিচরণভূমি। এবার ফের ফুটে উঠল হাড়-হিম করা জঙ্গলরাজ। ‘ডবল ইঞ্জিন’ মধ্যপ্রদেশের ছতরপুরের এক সরকারি স্কুলে ঢুকে প্রধানশিক্ষককে গুলি করে খুন করার অভিযোগ উঠল দ্বাদশ শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে! পুলিশের তরফে খবর, মৃতের নাম সুরেন্দ্রকুমার সাক্সেনা। বয়স ৫৫। তিনি ধামোরা সরকারি স্কুলের প্রধানশিক্ষক। বৃহস্পতিবার স্কুলের শৌচাগার থেকে প্রধানশিক্ষকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, এদিন ঘটনার আগে এই দুই ছাত্র খুব স্বাভাবিক ভাবেই স্কুলে ঢোকে। সুযোগ বুঝে সরাসরি প্রধানশিক্ষকের অফিসে যায় তারা। প্রধানশিক্ষক সেই সময় শৌচাগারে যাচ্ছিলেন। তাঁকে তখন অনুসরণ করেন দুই ছাত্র। শিক্ষক শৌচাগারে ঢুকতেই তাঁকে লক্ষ্য করে একজন ছাত্র বেশ কয়েকটি গুলি চালান। গুলির আওয়াজ পেয়ে বাকি শিক্ষক এবং স্কুলের কর্মীরা প্রধানশিক্ষকের অফিসের দিকে যান। অফিস ঘর থেকে কিছুটা দূরে শৌচাগারে রক্তাক্ত অবস্থায় শিক্ষকের দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।
Read More: বাংলা মানেই বাণিজ্য – সংসদে তথ্য-পরিসংখ্যান পেশ করে প্রমাণ দিল তৃণমূল
স্বাভাবিকভাবেই সরকারি স্কুলের মধ্যেই প্রধানশিক্ষকের দেহ উদ্ধারের ঘটনায় স্কুলে আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, অভিযুক্ত দুই ছাত্র বাইক নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায় অভিযুক্তেরা প্রধানশিক্ষকের বাইকটি নিয়ে গিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই দুই ছাত্রের বিরুদ্ধে আগেও একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল। তাঁদের অনেক বার সতর্ক করা হয়। প্রতিহিংসার ফলেই কি হামলা না নেপথ্যে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখছে পুলিশ। যদিও মৃত শিক্ষকের পরিবারের অভিযোগ, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। তবে এভাবে শিক্ষক খুনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাকি শিক্ষক ও স্কুলের আধিকারিকেরা। সরকারি কর্মক্ষেত্রে প্রশাসনের গাফিলতির প্রশ্ন উঠে আসছে ফের একবার। মৃত শিক্ষকের ভাই অভিযোগ করেন, স্কুলে অবৈধ কাজকর্মে সায় দেওয়ার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করছিলেন কয়েকজন। তিনি আপত্তি জানানোর ফলেই খুন হতে হল তাঁকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1865369372644270548