Trade তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যকে আরও শিল্পবান্ধব করে তোলার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই নানান পদক্ষেপ নিয়েছে তাঁর নেতৃত্বাধীন সরকার। মোদী সরকারের লাগাতার বঞ্চনার সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বাংলায় শিল্পায়ন এগিয়ে চলেছে দুরন্ত ছন্দে। শুক্রবার তারই স্পষ্ট ছবি রাজ্যসভায় তুলে ধরলেন তৃণমূল সাংসদ সাকেত গোখেল। শুক্রবার রাজ্যসভার জিরো আওয়ারে সাকেত গোখেল রীতিমতো তথ্য এবং পরিসংখ্যান দিয়ে কার্যত দেখিয়ে দিলেন, ‘বাংলা মানেই বাণিজ্য’। দেখালেন, শিল্প এবং বাণিজ্যের এক বাস্তবসম্মত মেলবন্ধন কেমন করে সম্ভব হয়েছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। একইসঙ্গে তুলে ধরলেন ১০০ দিনের শ্রমিকদের প্রতি কেন্দ্রের বঞ্চনার কথাও। উদ্বেগপ্রকাশ করলেন ব্যক্তিগত মালিকানাধীন সংস্থায় কাজের অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মসংস্কৃতি নিয়েও। জানালেন, কীভাবে দুর্ব্যবহার, বঞ্চনা এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন কর্মীরা। এই প্রসঙ্গে দুটি ঘটনার কথা তুলে ধরেন তিনি। জুলাইতে এক বৃহৎ বহুজাতিক কোম্পানির ২৬ বছরের মহিলা কর্মীর মৃত্যু হয় আচমকাই। তাঁর মায়ের অভিযোগ, অতিরিক্ত কাজ করানোর ফলেই মৃত্যু হয়েছে মেয়ে। গত ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের এক সাংবাদিকের হৃদরোগে মৃত্যুকে ঘিরেও একই ধরনের প্রশ্ন উঠেছিল। বাংলায় সফল শিল্পায়নের বাস্তব চিত্র তুলে ধরতে গিয়ে বিস্তারিত পরিসংখ্যানও পেশ করলেন সাকেত। জানালেন, বাংলায় এই মুহূর্তে সক্রিয় সংস্থার সংখ্যা প্রায় ১ লক্ষ ৪৫ হাজার। অজস্র মানুষের রুজি রোজগারের পথ দেখাচ্ছে মূলত এইসব শিল্প এবং বাণিজ্যিক সংস্থা। শুধুমাত্র তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেই কর্মরত রয়েছেন প্রায় ২ লক্ষ ৬০ হাজার মানুষ। কিন্তু সবচেয়ে মর্মান্তিক বিষয়, মনরেগার প্রকল্পে ১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকরা তাঁদের ন্যায্য প্রাপ্য পাচ্ছেন না। উদয়াস্ত পরিশ্রম করেও কেন্দ্রের নির্লজ্জ আচরণের শিকার হতে হচ্ছে তাঁদের। কেন্দ্রের পক্ষ থেকে তাঁদের প্রাপ্তির খাতা কার্যত শূন্য। বকেয়ার অঙ্ক ৮৩৭৭ কোটি টাকা। অথচ বাণিজ্যিক ক্ষেত্রের তুলনায় এই শ্রমিকদের কাছ থেকে আয়কর বাবদ অনেক বেশি অঙ্কের আয়কর আদায় করে কেন্দ্র। শ্রমিকদের এভাবে বঞ্চিত করে মোদীর সরকার যে অন্যায় করে চলেছে তা সাকেতের যুক্তিতেই পরিষ্কার।
Read More: পর্যটনপ্রেমীদের জন্য সুখবর – নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে জঙ্গলমহলের সবুজদ্বীপের ইকো পার্ক
পাশাপাশি, এদিন তৃণমূলের আর এক সাংসদ সুস্মিতা দেবও রাজ্যসভায় তুলে ধরেন বাংলায় অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগে মহিলাদের সফল ভূমিকার কথা। এমএসএমই-র মেরুদণ্ড হিসাবে কীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছেন মহিলারা, তাও ব্যাখ্যা করেন তিনি। তথ্য এবং পরিসংখ্যান দিয়ে তিনি জানান, বাংলায় গত ১০ বছরে ৫৭ লক্ষ নতুন এমএসএমই মোট ১ কোটি ৩০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। আগামী ফেব্রুয়ারির গোড়াতেই রাজ্যে আয়োজিত হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট৷ এমতাবস্থায় রাজ্যের শিল্প সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বিজেপি৷ ভোটের ময়দানে সুবিধা না করতে পারার পর এবার রাজ্যের শিল্পমহল সম্পর্কে গোটা দেশের সামনে ভুল বার্তা তুলে ধরতে উঠেপড়ে লেগেছে তারা। যার বিরুদ্ধে এবার সংসদের ভিতরে ও বাইরে সরব হবেন তৃণমূল সাংসদরা৷ দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সংসদের দুটি কক্ষ লোকসভা ও রাজ্যসভা এবং তার বাইরে সর্বভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরা হবে তৃণমূল সরকারের কার্যকালে বাংলার শিল্প সমৃদ্ধির বাস্তবোচিত খতিয়ান৷ শুক্রবার এই প্রসঙ্গেই দলের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন৷ তাঁর দাবি, ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাণিজ্য ও শিল্পে অসাধারণ অগ্রগতি করেছে৷ ব্যবসার অনেক ক্ষেত্রেই বাংলা আজ এক নম্বরে৷ এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ট্যুইট করে রাজ্যের শিল্প সমৃদ্ধির সংক্ষিপ্ত খতিয়ান তুলে ধরে বিজেপিকে কড়া ভাষায় নিশানা করেছেন৷ তাঁর দাবি, ২০২১ সালের স্কচ রিপোর্ট অনুযায়ী ইজ অফ ডুয়িং বিজনেস সেক্টরে সারা দেশের মধ্যে সেরা বাংলা। এ রাজ্যে ১ লক্ষ ৪৫ হাজার সংস্থা আছে, যারা ব্যবসা চালাচ্ছে জোরকদমে ও নির্বিঘ্নে৷
Link: https://x.com/ekhonkhobor18/status/1865338442164605260