ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্রে বেসরকারিকরণের পথে হেঁটেছে মোদী সরকার। তা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। আর এবার ওয়াকফ সম্পত্তিকে বেসরকারি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র তৈরির অভিযোগে উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। কড়া ভাষায় সরব হয়েছে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্যর “আল্লাহর সম্পত্তিকে নির্দিষ্ট শিল্পপতিদের বিক্রি করে দিতে চায় কেন্দ্রের বিজেপি সরকার।” সোমবার স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের ১৩৬তম জন্মবার্ষিকীতে তাঁর ছবিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান ফিরহাদ। উপস্থিত ছিলেন মেয়র পরিষদ উদ্যান দেবাশিস কুমার, অসীম বসু-সহ অন্য কাউন্সিলর ও বিভিন্ন বিভাগের আধিকারিকরা।
এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষানীতির তীব্র সমালোচনা করে মেয়র বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল শিক্ষানীতির ফলে আজ দেশের শিক্ষাব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। পাশাপাশি এদিন আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে এখনও আন্দোলনরত প্রতিবাদীদেরও একহাত নেন মহানাগরিক। “কলকাতা পুলিশের তদন্তকেই স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যাঁরা সিবিআই তদন্তের দাবিতে কোর্টে গিয়েছিলেন, তাঁরা আজ মুখ থুবড়ে পড়েছেন। আমি বিশ্বাস করি, দোষী সাব্যস্ত হয়ে অভিযুক্তের ফাঁসি হবেই”, স্পষ্ট জানান তিনি।