বুধবারেও আর জি কর মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। প্রথম মামলা হিসেবে আরজি কর মামলা তালিকাভুক্ত করা হলেও তা পিছিয়ে দেওয়া হয়। স্থির হয় শুনানি শুরু হবে দুপুর তিনটেয়। পরে আবার জানানো হয়, বৃহস্পতিবার দুপুর দু’টোয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। তার আগে সুপ্রিম কোর্টে আর জি কর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। শীর্ষ আদালতে হলফনামা দেবে রাজ্য সরকারও। এদিন কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলার জনৈক আবেদনকারীর আইনজীবী ফিরোজ এডুলজি দাবি করেন, অপরাধমূলক ষড়যন্ত্রের পুরো বিষয়টি খতিয়ে দেখা হোক আগে। ট্রায়াল শুরুর উপরে স্থগিতাদেশ জারি করার আর্জি জানান তিনি। এই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, তিনি আগে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখবেন। রাজ্যের হলফনামা দেখবেন। তারপর বিষয়টি শুনবেন তিনি।
প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের সিবিআই তদন্তের তত্ত্বাবধান মামলায় ১৫ অক্টোবর শুনানিতে সুপ্রিম কোর্ট ৫ নভেম্বর ৩টের সময় শুনানির নির্দেশ দেয়। সেইমতো এদিন ২১ নম্বর মামলা হিসেবে এটি তালিকাভুক্ত হয়। সাড়ে ৩টে নাগাদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা ওঠার কথা ছিল। কিন্তু নির্ধারিত থাকলেও প্রধান বিচারপতি ব্যস্ত থাকায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে হয়নি আর জি কর মামলার শুনানি। এই শুনানি বুধবার সকালে প্রথম মামলা হিসেবে তালিকাভুক্ত করে শুনানি হবে বলে জানান প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি ভবনের একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সব বিচারপতি ব্যস্ত থাকবেন। সেই কারণেই শুনানি পিছিয়ে যায়। বুধবার সকালে মামলা ওঠার কথা ছিল। প্রধান বিচারপতি জানান, এদিন আর শুনানি হবে না। সন্ধ্যয় একটি অনুষ্ঠানে যোগ দিতে যেতে হবে। সেই কারণে মামলার শুনানি হবে বৃহস্পতিবার।