নতুন দায়িত্বে এলেন আব্দুস সাত্তার। এবার কংগ্রেস ত্যাগ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের মুখ্য উপদেষ্টার পদে নিযুক্ত হলেন তিনি। তারপরই মঙ্গলবার কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কাছে ইস্তফাপত্র পাঠান তিনি।
উল্লেখ্য, একদা বামফ্রন্ট সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী ছিলেন আব্দুস সাত্তার। ২০১৮ সালে সিপিএম ছেড়ে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত ধরে কংগ্রেসে যোগদান করেছিলেন। একুশের বিধানসভা ভোটে বাদুড়িয়া থেকে প্রার্থী হয়েছিলেন সাত্তার। কিন্তু জিততে পারেননি। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সাত্তারকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগের কথা জানিয়েছে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতর।