আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ২০ ডিসেম্বর অবধি চলবে তা। ২৬ নভেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সংসদে। ৭৫ বছর আগে এদিনই সরকারিভাবে গৃহীত হয়েছিল সংবিধান। সেই উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান।
উল্লেখ্য, এবারের অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল-সহ বিরোধী দলগুলি। এক দেশ এক ভোট এবং ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মোদীর সরকারকে কোণঠাসা করতে প্রস্তুত তারা। স্বাভাবিকভাবেই ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পদ্মশিবির।