কেটে গিয়েছে বছরের পর বছর। তবুও কাটেনি অন্ধকার। বিজেপিশাসিত উত্তরপ্রদেশে নারীসুরক্ষা ও নারীনিরাপত্তার পরিস্থিতি রয়ে গিয়েছে সেই তিমিরেই। ক্রমশ পাল্লা দিয়ে বেড়েছে নারীনির্যাতন ও ধর্ষণের ঘটনা। যোগীর ‘রামরাজ্যে’ প্রায় প্রত্যহই যৌন নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসছে। সোমবার কানপুরে একটি বেসরকারি হাসপাতালে নার্সকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উক্ত হাসপাতালেরই ডিরেক্টর। জানা গিয়েছে, ওই ২২ বছর বয়সী নার্স গত কয়েক মাস ধরে কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। রবিবার সন্ধেয় তিনি ওই হাসপাতালের ডিরেক্টরের পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানেই তাঁকে নরম পানীয়তে মাদকজাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়েছিল বলে অনুমান করছে পুলিশ।
পাশাপাশি, পুলিশ আরও জানিয়েছে, এরপর অভিযুক্ত ডিরেক্টর তাঁকে অফিসিয়াল কাজের অজুহাতে রাতে হাসপাতালে থাকার কথা জানিয়েছিল। মধ্যরাতে তাঁকে জোর করে ঘরে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করা হয় বলে তরুণীর অভিযোগ। এই ঘটনায় এফআইআর দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। ধর্ষিতার মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে। এবং ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান রেকর্ড করার জন্য তাকে আদালতে হাজির নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তবে বারবার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে যোগী প্রশাসন।