Byelection শুরু হয়ে গিয়েছে ভোটের কাউন্টডাউন। সামনেই উপনির্বাচন বাংলার ছয় বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। উত্তরের সিতাই থেকে দক্ষিণের মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার নদিয়া, হাড়োয়া-সহ সর্বত্র প্রচারের সঙ্গেই চলছে মনোনয়ন জমা দেওয়ার পালা। উত্তর ২৪ পরগনার হাড়োয়া তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। এখানে তৃণমূল কংগ্রেসের জয় কেবলমাত্র সময়ের অপেক্ষা বলে দাবি হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলামের।
Read More: আজ রাতেই আছড়ে পড়বে ‘ডানা’ – জেলায় জেলায় শুরু বর্ষণ, প্রতি মুহূর্তের খবর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা
বুধবার বসিরহাট মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিয়ে এমনই মন্তব্য হাড়োয়ার প্রাক্তন বিধায়ক তথা বসিরহাটের সাংসদ সদ্য প্রয়াত হাজি শেখ নুরুল ইসলামের পুত্র শেখ রবিউল ইসলামের। এদিন মনোনয়ন জমা দিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দমকলমন্ত্রী সুজিত বসু-সহ সকল তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রী-কর্মীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “যাঁরা রাজনীতির মধ্যে আছেন তাঁদের ইচ্ছা থাকাটাই স্বাভাবিক প্রার্থী হওয়ার। কিন্তু দলের উচ্চ নেতৃত্বরাই সিদ্ধান্ত নেন কে প্রার্থী হবেন। আমি ভাগ্যবান যে দল আমার উপর ভরসা করেছে। আমার বাবা দীর্ঘদিন দলের একনিষ্ঠ নেতা হয়ে দলের হয়ে কাজ করেছেন। আমি তাঁর উত্তরসূরি হিসেবে দলের নীতি মেনে হাড়োয়ার মানুষের সঙ্গে কথা বলে হাড়োয়ার উন্নয়ন করব।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1849360422031482978
এরই পাশাপাশি মন্ত্রী সুজিত বসু বলেন, “হাড়োয়া বিধানসভা ও বসিরহাট লোকসভায় আমরা বিপুল ভোটে জয় পেয়েছিলাম। ফলত হাড়োয়ায় তৃণমূল কংগ্রেসের জয় স্বাভাবিক। এখানে বিরোধীদের তেমন কোনও প্রভাব নেই। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, তবে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনও যোগ নেই। দল যাঁকে প্রার্থী দিয়েছে তাঁকেই সকলে মিলে উপ-নির্বাচনে জয়ী করবেন।” এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল কর্মীদের উপস্থিতি ও তাঁদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নৈহাটির তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন সকাল-সকাল। সকালে গণদেবতার আশীর্বাদ নিতে নৈহাটি পুরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন। সাথে ছিলেন নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চ্যাটার্জি ও পুরপারিষদ কানাই আচার্য, পুরপ্রতিনিধি মনোয়ারা বেগম ও সুশান্ত সরকার। এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে তাঁর নির্বাচনী প্রচার আরও জোরদার করেছেন। দ্বিতীয় দিনে তিনি নৈহাটি টাউনের ৩ এবং ৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেছেন। প্রধানত হিন্দিভাষী বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেছেন তিনি। মেদিনীপুরে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। মাদারিহাটেও তৎপরতার সঙ্গে চলছে প্রচারপর্ব।