Cyclone Dana ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় ‘ডানা’। গত মঙ্গলবারই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল। বুধবার তা থেকে জন্ম নিয়েছে ‘ডানা’। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ২৪ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ভোরেই তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পুরী ও সাগরদ্বীপের মাঝামাঝি উড়িষ্যার ভিতরকণিকা এবং ধামারা দিয়ে স্থলভাগে ঢুকবে তা। উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ পৌঁছবে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটারে। আগামী দু’দিন বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দুই ২৪ পরগনা। বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় জারি হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। শনিবার শহরের কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শহরে। সর্বোচ্চ বেগ পৌঁছতে পারে ৮০ কিলোমিটারে। বন্দর এলাকাতে জারি হয়েছে সতর্কতা। ঝড়ের জেরে বৃহস্পতির রাত থেকেই শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
Read More: Cyclone Awareness-Disaster Management
বুধবার সকাল থেকে কলকাতা পুলিশের তরফে মাইকের মাধ্যমে প্রচার শুরু হয়েছে। দুর্যোগের সময় শহরবাসীকে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। মোবাইল-সহ অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী চার্জ দিয়ে রাখা ও দরকারি কাগজপত্র সুরক্ষিত রাখার পরামর্শও দেওয়া হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বুধবার রাত সাড়ে ১২টা থেকে চালু হয়েছে চারটি হেল্পলাইন নম্বর। ৯৪৩২৬১০৪৫৫, ৯৪৩২৬১০৪৪৫, ৯৪৩২৬১০৪৩০ এবং ৬২৯২২৬৩৪৪০, এই চার নম্বরের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যাবে লালবাজারের ইউনিফায়েড কম্যান্ড সেন্টারে
Link: https://x.com/ekhonkhobor18/status/1849157265581891910?s=19