মোহ ভাঙতে সময় লাগল মাত্র দেড় বছর! একদা নরেন্দ্র মোদীর গুণমুগ্ধ অনুসারী ছিলেন তিনি। বছরদেড়েক আগেই মহাসমারোহে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি৷ সেই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যুগপুরুষ বলে সম্বোধনও করেছিলেন৷ প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাকি জীবনটা আমজনতার সেবায় উত্সর্গ করবেন তিনি, ঘোষণা করেছিলেন প্রকাশ্যে৷ এই ঘোষণার মাত্র দেড় বছরের মধ্যেই বিজেপি ছাড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের প্রভাবশালী নেতা আরসিপি সিং! একদা নীতীশ কুমারের ছায়াসঙ্গী হিসেবে বিহার রাজনীতিতে পরিচিত আরসিপি সিং আগামী বছরের বিহার বিধানসভা নির্বাচনের আগে নিজের নতুন দল গড়বেন, তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে এমনটাই।
উল্লেখ্য, দ্বিতীয় মোদী-মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন এই আরসিপি সিং৷ বিজেপিকে হাতের তেলোর মত চেনেন তিনি। বিহারের প্রতিটি জেলা তাঁর নখদর্পণে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে আরসিপির টানাপোড়েন শুরু হয়েছিল নীতীশ যখন এনডিএ ত্যাগ করে বিরোধী জোটে শামিল হন সেই সময় থেকেই৷ এর পরেই বিজেপিতে যোগদান করেন৷ দেড় বছর বিজেপিতে থাকার পরে কেন তিনি দল ছাড়তে চলেছেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে বর্ষীয়ান এই নেতার দাবি, বিজেপি তাকে কোনও গুরুত্বই দেয়নি৷ কোনও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়নি তাকে৷ এই অবহেলা তাঁর প্রাপ্য নয় জানিয়ে প্রবীণ নেতা তার দলত্যাগের ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই বিহারের প্রভাবশালী এই নেতার দলত্যাগে বড় বিপাকে পড়তে পারে বিজেপি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।