আর জি কর কাণ্ডের আবহেই ফের আলোচনায় এসেছে পূর্বতন বাম জমানায় ডাক্তারি পড়ুয়া সৌমিত্র বিশ্বাসের রহস্যমৃত্যুর ঘটনাটি। সৌমিত্র বিশ্বাসের মায়ের করা অভিযোগ-সহ একাধিক তথ্যে দেখা যাচ্ছে, বর্তমানে আর জি কর কাণ্ডের অন্যতম ‘প্রতিবাদী’ মুখ ডাক্তার সুবর্ণ গোস্বামী ও অরুণাভ ধরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছে। ২০০১ এর ১২ নভেম্বরে আর জি করের চতুর্থ বর্ষের ছাত্র সৌমিত্র বিশ্বাসের মায়ের সই করা প্রেস রিলিজে দেখা যাচ্ছে, উল্লিখিত দুই ডাক্তারের বিরুদ্ধে ছত্রে ছত্রে অভিযোগ রয়েছে। এমনকী পুত্রহারা মাকে এই দু’জন কীভাবে আর জি করের তৎকালীন অধ্যক্ষের সঙ্গে দেখা করতে বাধা দিয়েছিলেন, রয়েছে সেই অভিযোগও। শুধু তাই নয়, সৌমিত্রর মা সাহায্য চেয়ে চিঠি দিয়েছিলেন তৎকালীন বাম বিধায়কদেরও। মায়ের অভিযোগ, তাঁর ছেলে আত্মহত্যা করেননি। তাঁকে মেরে ফেলা হয়েছে। কিন্তু একথা কিছুতেই তিনি তৎকালীন প্রশাসনের শীর্ষ স্তরে পৌঁছতে পারেননি। বাধা দিয়েছিলেন সেই সময়কার এসএফআই নেতা সুবর্ণ ও অরুণাভ।
পাশাপাশি, সেই সময় সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার, স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেও কোনও সাড়া পাননি। চিৎপুর থানায় ছেলের মৃত্যুর অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। এখানেই শেষ নয়, সৌমিত্রর মা ছেলের পোস্টমর্টেম রিপোর্টটুকুও পাননি। আক্ষেপ জানিয়ে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর আবেদন বারবার হারিয়ে গিয়েছে দফতর থেকে। শুধু তাই নয়, এসইউসিআই-এর তৎকালীন রাজ্য সম্পাদক প্রভাষ ঘোষ সেই সময়কার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে চিঠি লিখে এই খুনের বিচার চেয়েছিলেন। তাতেও কোনও সুরাহা মেলেনি। বহাল তবিয়তে ঘুরে বেড়িয়েছে সৌমিত্রর হত্যাকারীরা। নতুন করে এই রহস্যমৃত্যুর কিনারা করতে খোলা হচ্ছে পুরনো ফাইল। আইনজীবীদের সঙ্গেও চলছে কথাবার্তা।