বাংলার চলচ্চিত্রমহলে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট পরিচালক দেবকুমার বসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেবকুমার বসুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “শহরের একজন গুরুত্বপূর্ণ সমাজসেবী এবং শিবমন্দির দুর্গাপুজোর স্তম্ভ শ্রী দেবকুমার বসুর মৃত্যুতে শোকাহত। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা দেবকী কুমার বসুর পুত্র, এবং নিজে একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, দেবকুমার বসু নামকরা বংশের সন্তান ছিলেন। তিনি সংস্কৃতি পরিবেশে অন্তর্ভুক্ত ছিলেন। আমার প্রতি তার গভীর স্নেহ ছিল। আমি তাঁর অভাব অনুভব করব। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমার সমবেদনা”, নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন তিনি।
Link: https://x.com/MamataOfficial/status/1847171676934488471?t=oroZlS4tuGPA_oHvrCk76Q&s=19
উল্লেখ্য, কিংবদন্তি পরিচালক দেবকী বসুর একমাত্র পুত্র সন্তান দেবকুমার। শুক্রবার দুপুরে তার মুদিয়ালির বাসভবনে শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নিয়ে আসা হবে। ছোট পর্দায় দেবকুমার বসু পরিচালিত ধারাবাহিক ‘বিবাহ অভিযান’ বহুল জনপ্রিয়। এই ধারাবাহিকের হাত ধরে প্রথম খ্যাতি পান শঙ্কর চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, জয় বদলানি প্রমুখ অভিনেতা। মণিপুরকে প্রথম চলচ্চিত্রের স্বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। অসমে গিয়ে তৈরি করেছিলেন প্রথম ছবি সংগ্রাম। সেই ছবি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। মণিপুরী ছবির দুনিয়ায় ক্রমশ নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দেবকুমার।