বিধিনিষেধের তোয়াক্কা না করেই চোরাপথে রমরমিয়ে চলছে মদের কারবার। আর সবটা হচ্ছে সরকারি মদতেই! বিজেপি-নীতীশের বিহারে অব্যাহত মৃত্যুমিছিল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭। সিওয়ান এবং সারনের বিভিন্ন জায়গায় বিষাক্ত মদ খেয়ে গত কয়েকদিনে প্রথমে ৬ জনের মৃত্যুর খবর আসে। অনেকেই গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছিলেন বিভিন্ন হাসপাতালে। তাঁদের মধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। ইতিমধ্যে ক্রমাগত আরও মৃত্যুর খবর আসতে থাকে ওই দুই জেলার বিভিন্ন এলাকা থেকে।
উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি নীতীশ কুমারের সরকার। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিলেও তা আসলে প্রহসন ছাড়া কিছুই নয় বলে মনে করছেন সাধারণ মানুষ। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদব বৃহস্পতিবার রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন, নামেই মদ নিষিদ্ধ। আসলে শাসকদল, নেতা, পুলিশ ও মাফিয়াদের যোগসাজশেই পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে মদ বিক্রি হয়। এর ফলেই মৃত্যু হল ২৭ জনের। অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন বলেও খবর এসেছে। তীব্র সমালোচনার মুখে সে রাজ্যের সরকার। মদ বিক্রিতে নিষেধজ্ঞা আসলে যে একটা সস্তা প্রচারকৌশল, তা আজ পরিষ্কার।