আরও একবার সরকারি হাসপাতালে ঘটল দুষ্কৃতী-হামলা। রবিবার সাতসকালেই এসএসকেএম হাসপাতালে ঢুকে রোগীর পরিবারকে মারধরের পাশাপাশি ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। ঘটনায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ছবি-ভিডিও দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে সাড়ে আটটা নাগাদ হাতে হকি স্টিক ও লাঠিসোটা নিয়ে এসএসকেএম হাসপাতালে ঢুকে পড়ে ১০-১২ জনের এক দুষ্কৃতীদল। সোজা ট্রমা কেয়ার সেন্টারে গিয়ে তারা বেলাগাম ভাঙচুর চালায় তারা।
পাশাপাশি, মারধর করা হয় চিকিৎসাধীন রোগীর পরিবারের লোকজনকে। মাথা ফেটেছে এক রোগীর আত্মীয়ের। ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত না থাকলেও খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দুই পক্ষের গন্ডগোল থেকেই এই তাণ্ডবের ঘটনা ঘটেছে। দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।