ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল! ষষ্ঠীর সন্ধ্যায় ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে ঢুকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ নমস্কার স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছদ্মবেশী ডাক্তাররা! ধরা পড়তেই তাদের আসল পরিচয় ফাঁস হয়। ধৃত ৯ জনকেই ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। বৃহস্পতিবার ধৃতদের কোর্টে তোলা হলে তাঁদের আইনজীবী জামিনের আবেদন জানান। পাল্টা সরকারি আইনজীবী বলেন, এটা কোনও স্বতঃপ্রণোদিত মামলা নয়। একজন সাধারণ মানুষ অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।
পাশাপাশি তিনি বলেন, তখন প্যান্ডেলে প্রচণ্ড ভিড় ছিল। সেটা কি প্রতিবাদের জায়গা? পুলিশ জানিয়েছে, এক শহরবাসীর অভিযোগের ভিত্তিতে দমদমের উত্তরণ সাহা রায়, ট্যাংরার কুশল কর, নরেন্দ্রপুরের জহর সরকার, সাগ্নিক মুখোপাধ্যায়, কুলটির সুজয় মণ্ডল, পূর্ব বর্ধমানের নাদিম হাজারি, হাসনাবাদের ঋতব্রত মল্লিক, খড়দহের চন্দ্রচূড় চৌধুরী ও দৃপ্তমান ঘোষ, এই ৯ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। সরকারি আইনজীবী জানান, ধৃতদের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখেই স্পষ্ট যে এই কাজ পরিকল্পনাপ্রসূত।