পুরোদস্তুর জননেত্রী তিনি। মিশে যেতে ভালবাসেন জনসাধারণের মাঝে। ছুটে যান তাদের বিপদে-আপদে-বিড়ম্বনায়। এককথায় কাজের মানুষ, কাছের মানুষ। কথা দিলে তা রাখতে জানেন। সেইমতোই দুর্গোৎসবের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যন্ত সুন্দরবনে পৌঁছে গেল নতুন বস্ত্রসামগ্রী। মুখ্যমন্ত্রীর পাঠানো নতুন জামাকাপড় পেয়ে আপ্লুত সন্দেশখালির প্রান্তিক মানুষজন। লাগাতার বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা। পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার মতো সামর্থ্য নেই অনেকেরই। তাঁদের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো বস্ত্র তুলে দিলেন বিধায়ক সুকুমার মাহাতো।
প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, সন্দেশখালির দুর্গত মানুষের জন্য নতুন বস্ত্র দেবেন। সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি। পঞ্চমীর দিন প্রায় দশ হাজার অসহায় দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, ব্লক সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহেশ্বর সর্দার-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। বড়দের জন্য শাড়ি, ধুতি, পাঞ্জাবি। ছোটদের জন্য জামা-প্যান্ট, মেয়েদের জন্য বিভিন্ন নতুন বস্ত্রসামগ্রী তুলে দেন তাঁরা। পুজোর সময় প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক মানুষেরা নতুন বস্ত্র পেয়ে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। “আমরা গর্বিত যে, এইরকম একজনকে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে পেয়ে”, জানিয়েছেন তাঁরা।