জয়নগরের কুলতলিতে নাবালিকা ধর্ষণ ও খুন-কাণ্ডের তদন্তে তৎপর রাজ্য। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে একজন। এবার গঠন করা হল ৭ সদস্যের সিট। মঙ্গলবার রাজ্য পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এই কথা ঘোষণা করেন। এই বিশেষ তদন্ত কমিটিতে বারুইপুরের এসপির পাশাপাশি রয়েছেন এই ঘটনার তদন্তকারী অফিসারও। এই বিশেষ কমিটির নেতৃত্ব দেবেন বারুইপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি।
প্রসঙ্গত, জয়নগরে শুক্রবার রাতে বাড়ির এক কিলোমিটার এর মধ্যে ৯ বছরের এক শিশুকন্যার দেহ উদ্ধার হয় জলাভূমি থেকে। সেই রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীকে যৌননির্যাতনের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সেই প্রমাণ উঠে এসেছে ময়নাতদন্তে।