আজ, সোমবার শিয়ালদহ আদালতে ২১৩ পাতার চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল তারা। সিবিআই সূত্রের দাবি, ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের মূল মামলায় চার্জশিটে নাম রয়েছে মূল অভিযুক্ত ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রাইয়ের।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আর জি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ। ধর্ষণ-খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ সিভিক পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করেছিল। পরে আদালতের নির্দেশে তদন্তভার গ্রহণের পর মূল মামলায় আর কাউকে গ্রেফতার করেনি সিবিআই। এপ্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। “যাঁরা সিবিআই চেয়েছিলেন, আজ দেখুন, মূল ধর্ষণ ও খুনের মামলায় তারা এতদিনে শুধু সঞ্জয় রায়ের নামে চার্জশিট দিল, যাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তদন্ত চলুক। ডাক্তারদের গোষ্ঠী রাজনীতির নাটক, নানা গল্প চলবে। হয়ত পরে অন্য নাম জুড়বে। কিন্তু আজ মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল”, স্পষ্ট জানান তিনি।