শারদোৎসবের আবহেই বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। এবার এই বিভাগের সঙ্গে যুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হল। ১ অক্টোবর থেকেই বর্ধিত হারে বেতন পাবেন তাঁরা। সেই সঙ্গে তাঁদের বার্ষিক বেতনও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বেতন থেকে পরিবহন কর্মীদের বোনাস বাড়ানোর মত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এতদিন এই কাজের পারিশ্রমিক হিসাবে ১৪ হাজার ৩৮০ টাকা প্রতি মাসে পেতেন ডেটা এন্ট্রি অপারেটররা। সেই বেতন বেড়ে হল প্রতি মাসে ১৬ হাজার টাকা।
প্রসঙ্গতর এই মাসের বেতন থেকেই বর্ধিত বেতন হাতে পাবেন তাঁরা। মাসিক বেতন বাড়ানোর পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বার্ষিক বেতন বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৫ সালের জুলাই মাস থেকে বার্ষিক ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে এই কর্মীদের, এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
