আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই দুর্গোৎসবের আবহে মেতে উঠবে আপামর বাঙালি। কলকাতা-সহ জেলায় জেলায় পুজোর উদ্বোধন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আজ নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে ‘কেন পুজো করব, কেন উৎসব?’, তার ব্যাখ্যা দিলেন তিনি। মমতা নিজেই প্রশ্ন তোলেন, “অনেকে বলেন কেন পুজো করব, কেন উৎসব করব?” জবাবও দিয়েছেন নিজেই। “কথাতেই আছে ১২ মাসে ১৩ পার্বণ। আমরা সব কাজ করি, ধর্ম কর্মও মানি। সব ধর্ম সমন্বয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আমরা সেটাই করে থাকি, সবাইকে নিয়ে চলার মধ্যে একটা প্রাণ আছে। যারা কাজ করে তাঁরা নিঃশব্দে কাজ করে। আর যারা কাজ করে না তাঁরা বকবক করে। বকে বেশি। আমি চাই, কথা কম, কাজ বেশি”, বলেন তিনি।
পাশাপাশি, সাগর দত্ত হাসপাতালের ঘটনাকে সামনে রেখে সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে গত মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে নতুন করে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। পুজোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। ভোর দখল, রাত দখলের ডাক দিয়েছে। এর নেপথ্যে বাম ও অতি বাম কিছু সংগঠনের প্রত্যক্ষ মদত ও ইন্ধন ছিল বলেও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তাঁদের মতে, এর বৃহত্তম লক্ষ্য অবশ্যই রাজনৈতিক। বামেরা এই সুযোগকে কাজে লাগাতে চাইছে। সম্ভবত সেই কারণেই এদিনের মঞ্চ থেকে স্বতস্ফূর্তভাবে পুজো এবং উৎসবে ফেরার প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী, এমনই মনে করছেন তাঁরা।
