ক্রমাগত বর্ষণ ও ডিভিসির ছাড়া জলের কারণে বন্যাবিপর্যস্ত বাংলার একাধিক জেলা। ইতিমধ্যেই বন্যা-পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে বন্যাকবলিত অঞ্চলগুলি পরিদর্শন করেছেন তিনি। তাঁর নির্দেশেই ত্রাণসামগ্রী নিয়ে দুর্গতদের কাছে ছুটে গিয়েছেন মন্ত্রী ও দলীয় নেতা-কর্মীরা। আর এবার মুখ্যমন্ত্রীর পাঠানো বন্যার্তদের ত্রাণ চুরি করার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে! ঘটনাটি হুগলির খানাকুলের। কাঠগড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্য-সহ ৩ দলীয় কর্মী। খানাকুলের ২ নং ব্লকের ধান্যঘোড়ি পঞ্চায়েত প্রধানের অভিযোগ, পঞ্চায়েত অফিসে সরকারি ত্রাণ রাখা ছিল। পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা নির্মল মান্না ও তার অনুগামীরা তালা ভেঙে সেই ত্রাণ লুঠ করে। লিখিত অভিযোগ দায়ের হয়েছে খানাকুল থানায়।
প্রসঙ্গত, ইতিমধ্যেই একটি ইংরেজি সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে। ওই খবরেরই অংশ তুলে পোস্ট করা হয় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সাইটেও। সেখানে লেখা হয়েছে, “বিজেপি গরিবের বন্ধু কোনওদিনই ছিল না। তাই বলে বন্যার্তদের জন্য রাখা ত্রাণ চুরি! একদিকে বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকার বঞ্চিত করে রেখেছে বাংলাকে। আর এদিকে খানাকুলে পঞ্চায়েত অফিসের তালা ভেঙে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ত্রাণ চুরি করছে বিজেপির নেতারা। বিজেপি আসলে ডাকাতদের দল। বন্যায় ভিটেমাটি হারানো মানুষের হকের ত্রাণ লুট করতেও হাত কাঁপে না এদের!” ঘটনা প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে পদ্মশিবির। উঠেছে নিন্দার ঝড়। যদিও এই বিষয়ে ‘স্পিকটি নট’ দলের শীর্ষস্থানীয় নেতারা।