রাজ্যে সৃষ্ট বন্যা-পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার থেকেই জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বর্ধমান ও বাঁকুড়ায় যান তিনি। দুর্গতদের সঙ্গে দেখা করেন। পাশাপাশি প্রশাসনিক বৈঠকও সারেন। আজ, মঙ্গলবার বীরভূমে যাচ্ছেন তিনি। তা ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।
প্রসঙ্গত, প্রশাসনিক বৈঠক হবে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। রাঙাবিতানকেও মুখ্যমন্ত্রীর রাত কাটানোর সম্ভাবনা মাথায় রেখে সাজানো হয়েছে। তবে এই প্রশাসনিক বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না বলে জানিয়েছে সূত্র।