আর জি কর কাণ্ডের পর থেকেই চলছে ঘোলা জলে মাছ ধরতে উঠেপড়ে লেগেছে বিরোধীরা। ছড়িয়ে পড়েছে একের পর এক ভুয়ো খবর। ফাঁস হচ্ছে নানান ষড়যন্ত্র। এই আবহেই প্রকাশ্যে এসেছে একখানি অডিও ক্লিপ। যা ঘিরে তুমুল শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর তৈরি হয়েছে হামলার ব্লুপ্রিন্ট! উক্ত অডিও ক্লিপে দুজন ব্যক্তিকে হামলা কীভাবে হবে, তা নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। এমনকী একজন এই সিদ্ধান্ত থেকে সরে আসারও কথা বলছেন। বলছেন, এটা কি করা ঠিক হবে? বিবেক দংশনের কথা বলতেও শোনা যাচ্ছে। যদিও এর সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’। এই ভাইরাল অডিওর সূত্র ধরে এবার গ্রেফতার হলেন আরও একজন। ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেট।
প্রসঙ্গত, গত চারদিন ধরে লাগাতার স্বাস্থ্যভবনের সামনে ধরনা আন্দোলন জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে একাধিকবার নানা রাজনৈতিক দলের সদস্যদের যাতায়াত নজরে এসেছে সকলের। আর সেখানেই চিকিৎসকদের উপর হামলার চক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। শুক্রবার সোশাল মিডিয়া পোস্টে তিনি এ বিষয়ে বাম-অতি বামদের দায়ী করে সাবধান করলেন। এ নিয়ে একটি অডিও রেকর্ডও প্রকাশ করেছেন কুণাল। এক্স হ্যান্ডলে তা পোস্ট করে কুণাল ঘোষের দাবি, রাজ্য সরকার ও তৃণমূলকে বেকায়দায় ফেলতে এই চক্রান্ত করছে বাম-অতিবামেরা। তাদের যুব সংগঠনের সদস্যদের যাতায়াতও রয়েছে ওই ধরনাস্থলে। আর তাই পুলিশের কাছে তাঁর আবেদন, স্বাস্থ্যভবনের সামনের সভাস্থলে বন্ধ করা হোক বহিরাগতদের আনাগোনা।